Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনিন্দিতা

যে প্রেম মরে যায় আমি তাকে বাঁচাবো কী করে
আমি কী বেঁচে আছি, তোমাকে নিয়ে শূন্য ঘরে
আকাশে টুকরো টুকরো মেঘ,হৃদয় নিয়ে খেলে
গুমোট অন্ধকারে, হয়তো মুক্তি পাই বৃষ্টি নামলে
শেকড়ে শেকড় জড়িয়ে যে সংবহন
তন্ত্র জানিনা, মন্ত্র জানিনা,করি শুধু,এ মন নিবেদন
লাশকাটা ঘরে আমাকে ঘিরে, থাকে যে ক্যাকটাস
বুঝতে পারি, সকলেই একদিন পৃথিবীর ঘরে
ছিল শিমুল,ছিল পলাশ
আমি কেবল কলুর উটের মতো মরুভূমির বুকে
জাহাজে তুলে নিয়ে গিয়েছি আস্ত একটা সূর্যকে
দিন থেকে রাত, রাত থেকে দিন, উষ্ণতার বুকে কিছুটা হিম
একটা কুয়াশাকাল আগুন জ্বেলে বসে থাকে ঘরে
ধোঁয়াশা কাটলে আবার যদি জীবনে, তুমি আসো ফিরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ