ঘোর
হাসলে তুমি হাসে তোমার আঁখি
ওই দু’চোখে পথ হারানোর অপেক্ষাতেই থাকি!
কাঁদলে তুমি অশ্রু জলে
বরফ গলে নদী হলে
সেই নদীটা অনায়াসেই সাঁতরে দেবো পাড়ি
আরজি শুধু সঙ্গে থাকুক তোমার মতো নারী।
হাঁটলে তুমি প্রকৃতিও হাটে তোমার সাথে
কেশের বনে হারাই পথিক যেমনে হারায় রাতে
থামলে তুমি ঘড়ির কাটা নিমিষে যায় থেমে
আকাশের ওই চাঁদটা বুঝি ধরায় আসে নেমে।
কাচভাঙ্গা ওই মিষ্টি হাসি ঝনঝনিয়ে বাজে
বনের কোকিল, ময়না, শালিক গান ভুলে যায় লাজে
মেঘকালো কেশ ছড়াও যখন রাত্রি নেমে আসে
কেশের ফাঁকে কাঙ্ক্ষিত মুখ চাঁদের মতো হাসে।
তুমি দেবী না মানবী সংশয়েতে থাকি।