Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাল্যবিবাহ একটি অভিশাপ

কলি থেকে ফুল না ফুটতেই একে একে
ঝরে যায়, অসংখ্য তাজা ফুলগুলো
গাছের গোড়ায় সার নেই, মাটিতে উর্বরাশক্তি নেই
দুর্বল শেকড়ে গাছও বড্ড নড়বড়ে!
কলিদের-ই বা দোষ কী?

মালীদের অযত্নে এমনি ঝরে যায় অসমাপ্ত ফুলেরা
উচ্ছল প্রাণোবন্ত উড়ন্ত সোনালী রূপালী
প্রজাপতির ডানাগুলো কেঁটে দেয় বিষমাখা কালহাতে
ফুলে ফুলে মধু আহরণের আগেই, আর
ডানাকাঁটা প্রজাপতিগুলো কি যন্ত্রণায়

ঝাপটাতে ঝাপটাতে নিঃশেষ হয়ে, লুটিয়ে পড়ে মাটিতে।
আর কত বিয়ে বিয়ে পুতুল খেলা?
সংজ্ঞায় নারী নয়, একটি মানুষের প্রাণ নাশ করা
জীবন কী?
অনুভূতির আগেই জীবনকে গলা টিপে হত্যা করার
দায়িত্ব কে দিয়েছে তোমায়,

তাঁর উপর এত বড় অধিকার ফলাবার
নারীদের নেই পিতৃস্থান নেই ভাতৃস্থান
অভাগীর নেই নিজেরও কোন আপন স্থান।
চারদিক শুধু নারী অধিকার নারী অধিকার…
শিক্ষার অধিকার, কাজের সমঅধিকার

স্বামীর অধিকার, সম্মানের অধিকার
চাইনা, চাইনা কিছু আমি এতসব অধিকার!
তোমরা শুধু আমায় দাও
বাবার কাছে মেয়ের ,ভাইয়ের কাছে বোনের
স্বাধীনভাবে বেঁচে থাকার আমার ন্যায্য অধিকার।
দেখে নিও কেমন গড়ে নিব নিজেই, মাটিতে শক্ত হয়ে দাঁড়াবার অধিকার
আর পেয়ে যাব আমি ঠিকই,
আন্দোলন বিহীন নারীদের সব, সব অধিকার।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ