অপকৃষ্টের ত্রাস
বৃষ্টির বদলে এখন ভাদ্রের খড়খড়ে উত্তাপ
কালো চশমা চোখে উড়ে আজ প্রজাপতির উৎসব,
এদিকে পরিত্যক্ত অন্তর্বাস অথবা
রক্তাক্ত ন্যাপকিনের অভিশাপ
নর্দমার কাক ঠিক ঠুকরে ঠুকরে করছে সাফ।
মরা কীট মুখে নিয়ে পিলপিলে পিঁপড়ার দল
প্রসস্থ জারজ বটবৃক্ষে বেঁধেছে বাসা,
প্রতিদিন প্রত্যাশা খুঁজি শেষার্ধ সূর্যের পিঠে
স্বপ্নের সিঁড়ি ভেঙ্গে বিধ্বস্ত আশা।