Skip to content

৯ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাত জাগা চোখ

একটা পলকহীন রাত
অনায়াসেই কেড়ে নেয় সুখনিদ্রাকে,
কেড়ে নেয় এক জীবনের ক্লোরোফিল।
অতঃপর রাত জাগে চোখ
রাত জাগে পোড়া মন
রাত জাগে খোলা ডায়েরির পাতা আর
অবাধ্য আচরণের একটা কলম।

সে কলম আজ ভালোবাসা যেচে যায়
সে চোখ চায় একটা বুকের ঠাঁই
সে মনের আঙ্গিনায় তাই রাতবিরাতেই
ডানা মেলে দেয় মনফড়িং
উড়ে উড়ে খুঁজে বেড়ায়
চোখের বারান্দায় একজোড়া ঠোঁট,
এ রাত যে তখনই জ্বলে ওঠে ঈর্ষায়।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ