পৃথিবী আমার ঘর
ঐ যে আকাশ মাথার ওপর
আমার টিনের চালা,
ঐ যে বাতাস দশদিকে মোর
সকল প্রাণের ডালা।
পাখ-পাখালির কিচিরমিচির
নদীর কলতান,
দুঃখ-জ্বালা দূর করে দেয়
কণ্ঠে সুখের গান।
চাঁদ-সুরুজ আর গ্রহ তারা
আমার চোখের আলো,
বিশ্বটা এক বিশাল গ্রন্থ
জয় করে সব কালো।
এই পৃথিবী যেন আমার
সুখের ছোট্ট ঘর,
সব মানুষই বড্ড আপন
নয় তারা কেউ পর।
অনন্যা/এসএএস