বিষাক্ত রঙ
গঠিত শব্দগুলো কুৎসিত বিবর্ণ-
রক্তাক্ত করছে প্রতিমুহূর্তে।
বাক্যগুলো তপ্ত উত্তপ্ত ধারায়;
মস্তিষ্কে অক্সিটোসিন নিষ্ক্রিয়!
ঋণার্ণ কামাক্ষীর ঠোঁটে বিষাক্ত রঙ
আকৃষ্টরা নিমজ্জিত বিষ পেয়ালায়,
ভ্রান্ত পথে নিউরন অনিষ্টে মশগুল!
আত্মঘাতী সিদ্ধান্ত দিচ্ছে মাশুল?
নির্ভরশীলতা নিয়ম মেনে ক্ষয়িষ্ণু
ভাগ্যচক্রে দুর্ভাগ্য রেখাও বর্ধিষ্ণু।
অনন্যা/এসএএস