Skip to content

১৯শে মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়

বিদায় চেয়েছি!
নিঃস্ব চেয়েছি!
রাগ-অভিমানের ধ্বংস চেয়ছি
জানি না! তোমার ভবিষ্যৎ কতদূর?
পাতায় পাতায় জড়িয়ে থাকো কেন?
আমি পাড়ি দিতে চাই দূর বহু দূর!
যেখানে তোমার ভবিষ্যৎ
আঁচড় মারতে পারবে না আমায়?
কেন অবহেলার স্তরে স্ততে
তোমার ভাষাগুলো জড়িয়ে থাকে?
আমি ভবিষ্যৎ গড়ার উচ্চতায়
হতে পারিনি এক ইঞ্চি,দুই ইঞ্চি করে তোমার তৃপ্তি!
সাম্রাজ্য বানাবো বলে কত ছুটেছি
ব‍্যর্থতা এসে গল্প করছে বার বার!

আমার আত্মা!
তুমি পাওনা কেন শান্তি?
বিগত চিন্তার অবিশ্রান্ত পথে
কেন আমাকে নিঃস্ব করেছো?
একদিন তোমার অশ্রুতে আমার ভেঙে পড়া হবে চৌচির!
আমি যোগ্য হতে পারিনি,
একটা কাঙাল স্বপ্ন নিয়ে, ডায়রির পাতাগুলো কেন উল্টে-পাল্টে দেখছি?

কলম তুমি বিশ্রাম নাও
জাগিও না আমাকে আর!
তোমার আবেগগুলো চৌচির করে ফেলেছে আমায়।
ওরা বলে”তোমার আঁচড়ে নেই কোন ভবিষ্যৎ”
আমাকে মুক্ত করো তুমি
আর কত আমায় মায়ার বন্ধন দিয়ে
আমাকে অশান্ত করে তুলবে?

বার বার আমি স্তব্ধ!
উত্তর হেসে হেসে হয়েছে নিরুত্তর।
হয়তো, তোমাকে বোঝাতে পারতাম
যদি আমি সাম্রাজ‍্য তৈরি করে ফেলতাম।
দেখেছো ইতিহাস? তুমি ও স্তব্ধ হয়ে যাবে
ওদের বিগলিত চিন্তায়।
আমার স্বপ্ন নেই
আমি যে একটা টাকার দিন আনি দিন খাই!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ