খোকার আঁকা ছবি
খোকা আঁকে ছবি
পূর্ব দিকের রবি
আঁধার কেটে আলো আনে
চকচক করে সবি।
রং-তুলিটা হাতে
সবুজ রঙে মাতে
প্রকৃতিটার সবুজ হাসি
ফুটে তুলে তাতে।
এবার আঁকে মানুষ
হাসিমাখা জৌলুষ
দেখতে যেন সোনার বাংলার
সুখী নারী-পুরুষ।
দেশকে বুকে ধারণ
সুন্দর ছবির কারণ
এই ছবিটার ক্ষতি চাইলে
খোকা করবে বারণ।
অনন্যা/এসএএস