Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সোনার টুকরো মেয়েদের জন্য

ও মেয়েরা
ও বাংলাদেশের সোনার টুকরো মেয়েরা
তোমাদের জন্য পদ্মার ঢেউ পাঠালাম।

পায়ে পায়ে আশ্চর্য শিল্পের জাদু দেখাও
গোটা পৃথিবীর সূর্যকে জানান দাও
সে এক জায়গায় স্থির হয়ে থাকতে পারে
তোমরা দামাল, তোমরা কামাল,অনবরত ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে
পায়ে পায়ে ছুটতে ছুটতে তৃতীয় বিশ্বের মানচিত্র বদলে দিতে পারো।

তোমরা বাংলাদেশের ছোট ছোট নদী, নাকের নোলক খুলে, বোরখার খোলস খুলে, চুলের বেণী খুলে
দুরন্ত দুর্দান্ত সব পুরুষের মতো
রাস্তাঘাটে পাথর ভাঙা হাত,সব নারীদের মতো
বিশ্বের দরবারে মাথা উঁচু করে,জয় ছিনিয়ে নিতে এসেছ
জয় ছিনিয়ে নিয়েছ, জয় ছিনিয়ে আনতে পারো।

লাঠিতে লাঠিতে ঠোকাঠুকি ,ডাঙ্গুলি খেলতে খেলতে
তোমরা পায়ে পায়ে বাতাবি লেবু, শক্ত ডাবের খোলা নিয়ে ছুটেছ
তোমাদের পা গুলো এভাবেই লোহার মতো শক্ত হয়ে উঠেছে।

ও মেয়েরা
ও বাংলাদেশের সোনার টুকরো মেয়েরা
ও বাংলাদেশের চাষের মাঠের দানা চাল, ভাঙা চাল, ফ্যানা ভাত খেয়ে উঠে আসা মেয়েরা
তোমরা কেউ উন্নত পৃথিবীর চকলেট গার্ল নয়
কিন্তু তোমরা দেখিয়ে দিতে পারো
পৃথিবীর যেকোন প্রান্তের সাথে বন্ধুত্বসুলভ লড়াইয়ে তোমরা জয় ছিনিয়ে আনতে পারো
তোমরা নিজেরাই নিজেদের পুষ্প, তোমরাই পুষ্প বৃষ্টি।

তোমাদের জন্য শরতের খোলা মাঠের হাওয়া পাঠালাম
তোমাদের জন্য বাংলার ঘরে ঘরে প্রদীপ জ্বেলে রেখেছে
ডানা মেলে ধরো।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ