Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মহালয়া

মহালয় থেকে মহালয়া দেবী দুর্গার আগমনবার্তা
অমাবস্যা তিথিতে পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পনাদি
অন্যদিকে দেবী দুর্গার বোধন বা জাগরণ
প্রতিপদে ঘট বসিয়ে দুর্গাপূজার শুভ সূচনাকরন,
দক্ষিনায়নের ছয়মাস দেবতাগন নিমগ্ন থাকেন ঘুমে
দেবীর বোধন বা জাগরণ তাই হয় প্রয়োজন।

মহালয়া মানে মা দুর্গার মর্ত্যে আগমন
মহালয়া মানে নব সৃষ্টির সুচনাকরণ
অশুভ শক্তির বিনাশ শুভ শক্তির জাগরণ
পিতৃপদ শেষে দেবীপক্ষে প্রয়াত আত্মার মর্ত্যে আগমন
মহালয়া পরবর্তী প্রতিপদে ঘট বসিয়ে
শুরু হয় দুর্গাপূজার আবহমান কাল থেকে।

মন্দিরে মন্দিরে বাজে শঙ্খধ্বনি
পুরোহিত কণ্ঠে অবিচল চণ্ডীপাঠ সুমধুর শুনি
পৃথিবীর অন্ধকার দূর করে মঙ্গল কামনায়
দূর হয় অমাবস্যা দেবীর মহাত্যেজের আলোয়,
মহালয়া এলেই বারবার আসেন দেবী মহামায়া
দেবীর বন্দনায় ধ্বনিত হয় মোদের বসুন্ধরা।

শঙ্খনিনাদে দেবী আসে তব দ্বারে
অশুভ শক্তির বিনাশে এই ধরাধামে,
সনাতন ভক্ত সবাই মিলে উঠবে মেতে কাশের বনে
মায়ের পায়ে পড়বে লুটে শারদ সাজে
দেবী অম্বা দেবী রুদ্রাণী শুভ শারদীয়া
অপশক্তি সমুলে নাশিয়া আনিবে ধরায় শান্তির অমিয়ধারা।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ