একটি কবিতা বৃত্তান্ত
তোমার অধর বেয়ে ঝরে পড়া আমিময় সুর
একটি কবিতা হবে-এক সবুজ দ্বীপের মতো
চারিপাশে সমুদ্রের বয়ে যাওয়া কলকল স্রোতে
তোমার কবিতা পাঠে দোল খাবে শুভ্র কাশফুল।
এক জীবন সময়- সময়ের ভাঁজে ভাঁজে তুমি
হৃদয়ের লেপ্টে থাকা জীবন অধরে ঝরা মুক্তো
খুঁটে খুঁটে তুমি,আমি-এক জীবনে কবিতা হবো
আমাদের ব্যক্তিগত আকাশে আমরা পাখি হবো।
চাতকের অপেক্ষায় বাসা বাঁধে এক স্বপ্নপাখি
দাঁড়াতে শিখিনি বলে উপেক্ষার রক্তলাল চোখ
তুমি থেকে আমি, আমি থেকে তুমি দূরত্বের রেখা
মহাশূন্য বিস্তৃতিতে তুমি হাঁটো অন্য ছায়াপথে
মৃত নক্ষত্রের মতো কৃষ্ণগহ্বর অন্ধকারে বসে
সমস্ত আলোক শুষে হেঁটে যাই মহাকাল পথে।
অনন্যা/এসএএস