Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শরৎকালে

শরৎকালে শিশিরজলে
প্রকৃতিটা ভিজে
ঘুমটা ভেঙ্গে সূর্য্যি মামা
চিকচিক হাসে কি যে।

মেঘের আকাশ,হিমেল বাতাস
করে ছোটাছুটি
নদীকূলে কাশফুলের দল
করে ঝুটাঝুটি।

পুকুর-বিলে শাপলা শালুক
হেসে কুটি কুটি
পেঁজা পেঁজা মেঘপাখিরা
উড়ছে বেঁধে জুটি।

এমন দিনে তালের পিঠা
মাতাল করা ঘ্রাণে
কি অপরূপ প্রকৃতির রূপ
দোলা দেয় যে প্রাণে।

অনন্যা/এসএএস

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ