Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাছের মূল্য

গাছের ফুলে সুবাস ছড়ায়
মুগ্ধ করা ঘ্রাণে,
গাছের ফলই খেয়ে সবার
শক্তি আসে প্রাণে।

রোদের তাপে জীবন বাঁচে
তরু- লতার ছায়া,
বাতাস উঠে গরম ছুটে
শীতল করে কায়া।

পরিবেশের ভারসাম্য সব
বজায় রাখে গাছে,
গাছের ঐ না অক্সিজেনে
সকল প্রাণী বাঁচে।

গাছের পাতার শিকড় থেকে
ভেষজ ওষুধ মিলে,
সকল রোগী সুস্থ হবে
যদি দেয় খিলে।

আবহাওয়া ধরে রাখতে
গাছের নেই তো তুল্য,
ধরার মাঝে তরু- লতার
গাছের অনেক মূল্য।

গাছ আমাদের করে থাকে
উপকার যে কত,
এসো সবাই চারা লাগায়
আশে-পাশে শত।

চতুর দিকে ঘিরে থাকবে
বৃক্ষ লতায় ঢাকা
দেশের মাঝে ঘুরবে যে ফের
উন্নয়নের চাকা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ