শরতের শুভ্রতা
শরৎ আসছে কোমল পরশে
কাশবনে প্রজাপতি,
ডানামেলে ওড়ে দিনমান তারা
করে শত মতিগতি!
ক্লান্ত শহরে দিব্য প্রহরে
প্রতীক্ষা করি শত,
কোথাও পাইনা প্রজাপতি মেলা
অনেক হয়েছি ক্ষত!
বাংলার রূপ দেখি ছায়াধূপ
শ্যামলিমা এই ছবি,
পল্লী মায়ের আঁচলে রয়েছে
সান্ত্বনা যেন সবি।
ইচ্ছে করছে আকাশে বাতাসে
ওড়ে যাবো মেলেডানা
কেমনে সেখানে যাই বলো আজ
সেই কথা নেই জানা।
অনন্যা/এসএএস