পূর্ণচন্দ্রে লেগেছে গ্রহণ
খুড়িয়ে খুড়িয়ে চলছে বর্তমান-
পিছু ফেরার নেই কোনো অবকাশ,
অতৃপ্ত আত্মায় যন্ত্রণা সঙ্গী নিত্যদিন,
জ্বলজ্বল পূর্ণচন্দ্রে লেগেছে গ্রহণ।
বীভৎস অন্ধকারে প্রজন্মের আগামী-
বুদ্ধিজীবীদের নগ্ন কৌশলে বিধ্বস্ত মন,
সদ্য ভূমিষ্ঠ শিশুর জন্য জমা হতাশা,
আমড়া কাঠে তৈরি হচ্ছে ভবিষ্যৎ!
তবুও বলছি-
এই তো বেশ ভালো আছি!
অনন্যা/এসএএস