শরতের বাতাসে
শরতের বাতাসে উড়ে আসে
শুভ্র নির্মল হাসি দিয়ে কাশফুল,
যেন কবুতরের মুক্ত পালক নিঃশব্দে
আসছে উড়ে আঙিনায় দিতে ঝুল।
সাদা মেঘ দিচ্ছে পাড়ি
যেন হাজার কোটি মাইল,
নীল আকাশে উঠেছে পাখি
মাঝি গাইছে গান তুলে পাল।
শাড়ির আঁচল উড়িয়ে যেন
আসছে রোদেলা দুপুর,
গোধূলি বেলায় নীড়ে ফেরা পাখি
শরতের আকাশ জুড়ে তুলছে নতুন সুর।
ফড়িং উড়ছে মনমাতানো হাওয়ায় তালে
হঠাৎ করেই হারিয়ে যায় সুযোগ পেলে,
ফুলের গাছে প্রজাপতির দল
খেলছে খুশির খেলা হেলে-দুলে।
অনন্যা/এসএএস