Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাকছাবিটা

কপালে মাটির তিলক, শরীরে শিকড়
শিরায় জলের স্রোত,সবুজ পাতার ঘর l

নাড়িতে স্মৃতির টান, সূর্য রাঙা ভিটে
দুধে ভাতে ছিলো প্রাণ, মরমে পরশ দিতে l

 

হঠাৎ কেমন করে, পুড়ে হলো ছাই
মানুষ কী ছিলাম তবে, নাকি ছাইয়ের গোসাঁই l

এক পা রেখেছি ভূমি, এক পা জলে
দুটি নৌকো সমানে সমান, পাশাপাশি চলে l

 

হাওয়া জানান দেয়, দাঁড়ে পড়ে টান
ভেঙে গড়েছি আমি, ভেঙে হয়েছি খান খান l

বুকে ঘাসপাথর, ঠোঁটে শিশিরের ফোটা
মিলিয়ে যাবোই যখন, পড়ে থাকে নাকছাবিটা l

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ