মানবতার জয়
আমি স্বপ্নবাজ তাই মানবতার স্বপ্ন দেখি,
ছন্দে ছন্দে কিছু মানবিক স্বপ্ন যাই লিখি।
আলসেমি করে স্বপ্ন কভু দেখো না,
উদ্যমী হতে কভু ভয় পেয়ো না।
সুনীতি যার নাই তার সাথে মিশো না,
অত্যাচারীকে কভু ছাড় দিও না।
সময়ের অপচয় যে করে সে চরম বোকা,
ঠকে যাবে ঠেকে যাবে খাবে সে ধোঁকা।
জ্ঞানীগুণী যারে দাও তারে ভালোবাসা,
অন্ন-বস্ত্রহীনকে দাও অন্নবস্ত্র পূরণ হোক এ আশা।
যার নাই গৃহ তারে দ্রুত গৃহদান করো,
আমরণ দুর্নীতির বিরুদ্ধে প্রাণপণে লড়ো।
চিকিৎসা যার নেই তারে সেবা দাও,
এতিম, অসহায়দের বুকে টেনে নাও।
সবার জন্য শিক্ষা বাস্তবায়ন করা চাই,
মানবতার জয় হোক এসো শান্তির গান গাই।