প্রশ্নাত্মক নাছরিন আক্তার প্রকাশ: ৬ এপ্রিল ২০২২, ০৩:০১ পিএম ভাটার চুল্লীতে মাটি পুড়ে হয় ইট আর কয়লা পুড়ে হয় অঙ্গার। জীবন চুল্লীতে পুড়ে পুড়ে মানব কতটা মানুষ হতে পেড়েছে! আমি সূর্যের কাছে প্রশ্ন রেখেছিলাম উত্তর এসেছে- আগে নিজেকে দেখো প্রকৃতার্থে তুমি কতটা মানুষ! Share