আমি স্মৃতিতে ভাসি
আমি স্মৃতিতে ভাসি,
স্মৃতিতে থাকতে ভালোবাসি ৷
দুঃখ, বেদনা, সুখ যেন পলকে আসে
আনে অশ্রু জল অথবা মুখের কোনে একটু হাসি।
কত কথা, কত ব্যথা ব্যক্ত হয়নি আজও
জমানো আছে হিসেব, তবু ছদ্মবেশে সাজো।
শূন্য থেকে ব্যাপ্তি ঘটেছে পর্বত সম স্মৃতির,
থাক মননে সব কারণে রাখিব স্মরণ ইতির ৷