Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চৈত্রের আগমন

ক্ষর তাপের বার্তা নিয়ে 
চৈত্র যখন আসে, 
আগুন ঝরা রোদ ঝড়িয়ে 
সূর্য তখন হাসে। 

 

বৃক্ষ পাতা তরু লতা
তারি তাপে নাশে, 
ডোবা কুয়া যায় শুকিয়ে 
মৎস্য নাহি বাঁচে। 

 

রোদের দাহে অস্থির হয়ে 
ঝিঁ ঝিঁ পোকা ডাকে, 
বাহির গামী রাখাল, পথিক 
ছাতা সাথে রাখে।

 

ফুল ঝড়িয়ে ফল আসে 
সকল ফলের গাছে, 
রোদের তাপে যায় শুকিয়ে
অল্প কিছু বাঁচে। 

 

কাক ও যেন যায় হারিয়ে 
শীতল ছায়ার ধারে, 
কুলি মজুর কর্মচারী 
পানির তৃষ্ণায় মরে। 

 

নীল আকাশে ছায়ার মতো 
মেঘের ভেলা ভাসে, 
আসবে করে গর্জন মারে 
তবু বৃষ্টি নাহি আসে। 

 

রাস্তা ঘাট যায় শুকিয়ে 
উড়ে শুধু ধুলি,
ফিসফিসিয়ে দেয় ভুলিয়ে 
গরম হাওয়ার ঝুলি। 

 

মৌমাছিরা বাসা বাঁধে, 
মধু রাখে তাতে। 
ফুলে ফুলে ঘুরে বেড়ায় 
গুনগুনিয়ে মাতে। 

 

চৈত্র শেষে হালখাতাতে 
সারা দেশ ভাসে,
এমনি করে বহু গুনে  
চৈত্র মাস আসে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ