Skip to content

১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পিপাসিনী

মানুষের ভিড় ঠেলিয়ে যখন 
বলে উঠি শুধু তোমাকেই চাই
তুমি বলো না'কো একটিও কথা
ভোরের নদীর মতো যেন স্তব্ধ! 

লাল গোলাপের পসরা সাজিয়ে 
যখন তোমার প্রতীক্ষায় থাকি
নূপুরের শব্দে চারিদিক করে
তুলো মুখরিত নিজ কৌতূহলে! 

কৃষকের মতো মাঠে গেলে ভেসে
ওঠে প্রতিচ্ছবি তখনই আমি 
পথিক বাউল হয়ে যাই বুঝি 
বলি সখি এই পথে হেঁটে যাও।

রাতের আকাশে তারাদের সাথে 
কথা হয় রোজ তুমি থাকো দূর
মিলনের সুরে আমারে করে যে
সর্বদা ব্যাকুল ওগো পিপাসিনী!    

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ