Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহে রমজান

বছর ঘুরে এলো আবার
মাহে রমজান,
ত্রিশ রোজা পূর্ণ করব
শপথ প্রাণপণ।

 

করব সবাই পূণ্যের পাল্লা
গাইব গুণগান,
গরিব দুঃখী অসহায়দের
করব সবাই দান।

 

সেহরি খাব রোজা রাখব
পড়বো তারাবীহ,
তাহাজ্জুদ পড়ে ক্ষমা চাইব
যেমন করেছেন মহানবী।

 

ইবাদতে মশগুল থাকব
পড়বো আল-কোরআন,
গীবত আর পরনিন্দার
দিব পরিত্রাণ।

 

আড্ডাবাজির আসর ছেড়ে
মসজিদ করবো ঘর,
রমজানের পবিত্রতা রক্ষায়
দিবনা একচুল ছাড়।

 

রহমত, মাগফিরাত আর নাজাতের 
তিনটি পবিত্র ধাপ,
পূর্ণরূপে আদায় করে 
মুছব সকল পাপ।

সকল পাপের ছোঁয়া থেকে
রাখবো নিজেকে বাদ।
ঈদের দিনে পাব সবাই
আল্লাহর রহমত।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ