কাব্য লেখা কবি
মুজিব তুমি স্বাধীনতার
কাব্য লেখা কবি
পুব আকাশে আঁধার তেড়ে
যেমন উঠে রবি।
মুজিব তুমি হ্যমিলনের
সুর তোলা সেই বাঁশি
স্বাধীনতার সুরে তোমার
মুখে ফুটল হাসি।
তোমার জন্য পেলাম আমরা
স্বাধীনতার মধু
দেশকে ভালোবেসে তুমি
হলে বঙ্গবন্ধু।
লাল সবুজের পতাকাতে
মুজিব তুমি রবে
যুগে যুগে শ্রদ্ধা নিয়ে
আকাশ পানে উড়বে।