Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রক্তে কেনা বাংলাদেশ 

সেদিনের সেই বোনের কথা ভেবেছ কখনো? 
দেশ স্বাধীনে সম্ভ্রম দিয়ে রক্ত ঝরে এখনো।
নরপিশাচের থাবায় রক্ত ঝরে এই মাটিতে 
কত মায়ের ইজ্জত গেছে হায়েনার ঘাঁটিতে।

 

সেদিনের সেই দামাল ছেলে দিয়েছিল প্রাণ 
বুকের রক্ত দিয়েও তবু রেখেছে দেশের মান। 
নয়টি মাস যুদ্ধ করে গড়েছে এ সোনার দেশ
তাঁদের জন্য হাসি খেলি এই তো আছি বেশ। 

 

ত্রিশ লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশ 
লাল সবুজের পতাকায় স্বাধীন অবশেষ।
স্বাধীন দেশের মানুষ হয়ে গর্বে ভাসে বুক 
শ্রদ্ধা জানাই তাঁদেরকে যারা এনেছে সুখ।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ