স্বাধীনতার স্মরণে
২৬শে মার্চ স্বাধীনতার দিন,
ঝলমলে স্মৃতি,
অস্ত্র হাতে নিয়েছিল সেদিন,
বাঙালি জাতি।
পাক হানাদার বাহিনীর নিপীড়ন,
তাজা রক্তক্ষরণ,
গ্রামে গঞ্জে অফিস আদালতে,
মা-বোনের শ্লীলতা লুণ্ঠন।
ঘুমের ঘোরে এখনো দেখি,
বুকে রক্তের দাগ,
বজ্র হাতে শত্রু নিধনে,
বাঙালিরা সজাগ।
স্বাধীন দেশে রক্তিম সূর্য,
উত্থিত প্রতিনিয়ত,
মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধায়,
ভালোবাসা অবিরত।