স্বাধীনতার চাবি
মুজিব তুমি ঊষা কালের
আলোকিত রবি,
মুজিব তুমি লাল সবুজের
জাতির সেরা ছবি।
মুজিব তুমি স্বপ্ন ঘেরা
এক মহানায়ক,
মুজিব তুমি স্বাধীনচেতা
স্বাধীনতার বাহক।
মুজিব তুমি দেশ জনতার
স্বাধীনতার দাবি,
মুজিব তুমি প্রিয় বাংলার
স্বাধীনতার চাবি।
মুজিব তুমি সবার সেরা
স্বাধীন পথে চলা,
মুজিব তুমি বজ্রকন্ঠ
গরীব দুখীর কথা।