Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ববন্ধু শেখ মুজিব

একটি পতাকার জন্ম দিয়ে নিজেই হয়েছো পতাকা
কিন্তু তোমার বুকের ওপর, বিশ্বের মানচিত্র আঁকা l

বিশ্ববন্ধু শেখ মুজিব, তুমি মহান দার্শনিক
মানব মুক্তির  পথে, সূর্যস্পর্শী চরণ চিহ্ন রাখা l

 

বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এখনো শৃঙ্খলিত
ক্ষুধা-মহামারী-যুদ্ধ-নিপীড়ন-যন্ত্রনা
কাঁটাতারে তরবারির মতো বুক চিরে রাখা
এই দুর্ভাগা পৃথিবী যদি,আরেকটি বার তোমাকে পেতো l

 

নিরুপায় মানুষ, অসহায় মানুষ হয়তো কিছুটা
খুঁজে পেতো উপায়, সহায়
তোমার জীবনের গতিরেখা, উদ্দাম ঢেউয়ের আঁকাবাঁকা
আগামীর পথে পথে ছড়িয়ে যায় l

 

তোমার জন্য বিশ্বজুড়ে,সহস্র কোটি বাঙালির মানবতার নাম হয়েছে কবিতা
সব নদী এসে যেমন একদিন মহা সমুদ্রে মেশে

অন্তরে বাংলার মাঠ-ঘাস-ফুল, পাখির কিচির মিচির, কৃষান-কৃষানির লৌকিক প্রণয়গাথা l

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ