Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারীদের অধিকার

নারীদের অধিকার আদায়ের জন্য
বক্তৃতা দিয়ে তুমি হয়ে যাও ধন্য।
সভা আর সেমিনারে ছুটে তুমি যাচ্ছ
ধান্দায় ফেলে তুমি হাততালি পাচ্ছ।

 

নারীবাদী কথা কও গলা ছেড়ে মাইকে
ফেসবুকে পোস্ট দিয়ে ভেসে যাও লাইকে।
পেপারেও লিখে যাও নারীদের পক্ষে
বুয়া দিয়ে পা টিপাও আরামের কক্ষে।

 

তোমাদের বাসাবাড়ি ফ্যাক্টরি অফিসে
নারী হয় চাকরানি গড়ে দেয় কফি সে।
মাস শেষে মাইনেটা ঠিকমতো পায় না
তোমাদের সোসাইটি নারীদের হায়না।

 

তুমি থাকো মশগুল বেশভূষা চমকে
বুয়াদের আঁখি ঝরে তোমাদের ধমকে।
তোমাদের মাঝে নেই মানবিক বিদ্যা
আশ্রমে আঁখি মোছে তোমাদের বৃদ্ধা।
 
মুখে তুমি দয়াবান নারীদের নিদানে   
বুকে তুমি নিষ্ঠুর মানবিক বিধানে।     
নারীদের অধিকার হয় যদি কাম্য
অন্তরে ঠাঁই দাও সকলের সাম্য।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ