Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জয় বাংলার সূর্য

রক্ত যখন দিয়েছি আরও রক্ত দেবো
তোমার জন্য আসুক না-হয় আগুনরঙা দিন।

 

পাথর যখন ভেঙেছি, ভাঙতে ভাঙতে যাবো
মুখে শ্লোগান, বুকে শ্লোগান, জয় বাংলা, স্বাধীন।

 

কি দোষ করেছি আমরা বলো, অস্ত্র আত্মরক্ষায়
কলের মজুর, ক্ষেতের চাষী, অন্ন ফলায় যারা।

 

আমাদের অস্ত্র তাক করিয়ে আমাদের বুকে শানায়
গরীবের পেটে লাথি মেরে,কর নিয়ে যাবে ওরা।

 

মায়ের মুখে ঘুম ভেঙেছে, মায়ের বুকে স্তন্য
অফিস কাছারি দখল করে, এসেম্বলি ওদের।

 

গণতন্ত্রে বুক বেঁধেছি, জনগণে নবান্ন
সমাজতন্ত্রে গড়বে সমাজ, ধর্মের নয়, প্রতিশোধের।

 

শান্তিপ্রিয়,নদীর মানুষ, বারুদ যদি পোড়াও
তোমার বেতার, তোমার কাগজ আমাদের ভাষা নাই।

 

ঘরে ঘরে যার যা আছে, এবার  তবে ঝাঁপাও
মুক্তির জন্য লড়াই হবে, স্বাধীনতার জন্য লড়াই।

 

গ্রামে গ্রামে দুর্গ গড়ে, ফুল ফোটানোর সংগ্রাম
মেশিনগানের সামনে যেমন জুঁই ফুলেরই গান।

 

বাঙালি আমরা, মাটি বাংলার,সূর্য উঠবে এবার
শ্লোগানে শ্লোগানে মুখরিত দিক, জয় বাঙালি, জয় বাংলার।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ