Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাত মার্চের মহাকাব্য

লোকে লোকারণ্য রেসকোর্স ময়দান
পিন পতনের শব্দ শোনা যায়
নিঃশ্বাসের শব্দ গুণ টানে দ্রুত
অপেক্ষা চাতক চরিত্র ছাড়িয়ে মুক্তির খিলান।

 

রেসকোর্সের ঘাস পদপিষ্ট হয়ে পুলকিত আজ
মাটিও উদার হয়ে ছড়িয়েছে শীতল সংস্পর্শ
বায়ু বয়ে আনে দ্রোহের সংবাদ অনাবিল স্রোতে
নখের দর্পণে মুছে যেতে থাকে বৈষম্য শাসন।

 

নেতার গাড়ির শব্দে নীরবতা আরো পল্লবিত
শুধু জয়বাংলা শ্লোগান নোলক চাঁদের সৌন্দর্যে
শ্রেষ্ঠ বাঙালির পদস্পর্শে ময়দান পুলকে
ঘাসের দুলুনি সাহারা মরুতে উত্তর মেরুর গেলাস সলিল।

 

তাঁকে পেয়ে মঞ্চ সাগর পৃষ্ঠের মসৃণতা দেয়
ডায়াস হাতের স্পর্শে তাঁর পায় নয়া উত্তেজনা
মাইক বক্তব্য না চুষে ছড়ায় বজ্রের হুঙ্কারে
নেতার প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ বাক্য বহু
গুণ দীপ্তি নিয়ে ছড়ায় ইথারে। 

 

চব্বিশ সালের ইতিহাস উঠে আসে মৃদুমন্দ স্রোতে
বিজাতীয় গুষ্টি যে অন্যায় করে গেছে সব উঠে আসে
শেষে তিনি বাণী শোনান আশার
নির্দেশনা দেন সন্মুখে চলার
শাসনের ভার তুলে নেন নিজ হাতে।

 

এটা তাঁকে খুব মানায়, তাঁকেই মানায় আদ্যন্ত
শেষে দেন সেই অমিয় ঘোষণা-
শতাব্দীর লৌহমানব বাঙালি জাতির নায়ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
''এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।
তোমাদের যার যা কিছু আছে,
তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো।
জয় বাংলা!''

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ