Skip to content

৮ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আর নয় যুদ্ধ 

যুগে যুগে যুদ্ধ হয়েছে বিধ্বংসী,
কখনো সে সৃষ্টি দিতে পেরেছে কি?
ক্ষমতার দম্ভে নিরীহ গুলোকে কেন মারে অকালেই?
সৃষ্টি গুলো ক্ষয়ে ক্ষয়ে আজও সে বিধ্বংসী!

পোড়া বারুদের স্তূপ গুলো কেন আজ অত্যাচারী?
হাজার হাজার ঘরছাড়া কোথায় সে দেশবাসী?
যুদ্ধ কখনো শান্তি চায়নি
সমাধানে মেলেই চির শান্তির মুক্তি।

 

রুশ-ইউক্রেন তোমরা কেন আজ নিজে নিজে বিধ্বংসী?
যুদ্ধে কখনো মিলেছে কি সমাধানের সে মুক্তি?
দুজন দুজনে কেন আজ শত্রুরূপী শিকারি?
যুদ্ধের দামামায় হয়েছে সব চূর্ণ-বিচূর্ণ বারুদের স্তূপী।

 

ক্ষমতার রাজত্ব আজ হয়েছে শূন্য মরুভূমি,
তাহলে সে রাজত্ব কি মৃত কান্নার শাসনাধীন?
দেখো বিশ্ববাসী বলছে আজও
যুদ্ধ নয়, আমরা শান্তি চাই!

 

কোথায় সে সমাধানের মুক্তির তরঙ্গ?
দেখো তোমার রাজত্বে আজ মানুষের চিৎকার শূন্য!

আজ কেন নিষ্পাপ মৃত্যুতে আবদ্ধ?
অপরাধ কি তাদের বলতে পারো?
শোনো,দেখো মৃত্যু গোঙানি কান্না আজও কত শত।

থামাও এ যুদ্ধ,
বাঁচাও হাজার হাজার ভবিষ্যতের স্বপ্ন।
যুদ্ধ কোনদিন চায়নি সে শান্তি,
সমাধানে মিলেছে চির মুক্তি।
থামাও এ যুদ্ধের দামামার পারমাণবিক শক্তি
বাঁচাও ইউক্রেন-রাশিয়া মিত্রতাই সমাধানের শেষ মুক্তি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ