মার্চে পেলাম
মার্চে পেলাম খোকা নামে
মায়ের সেরা ছেলে,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর
দেখেন দু'চোখ মেলে।
মার্চে পেলাম বঙ্গবন্ধুর
অগ্নিঝরা ভাষণ,
মার্চ আমাদের দেয় চিরদিন
সুখে থাকার আসন।
মার্চে পেলাম উড্ডীয়মান
লাল-সবুজের নিশান,
যুদ্ধে জীবন বিলিয়ে দিলেন
ছাত্র, শ্রমিক, কৃষাণ।
মার্চে পেলাম স্বাধীনতার
রক্তিম লাল রবি,
নান্দনিক এক শস্য-শ্যামল
সোনার দেশের ছবি।