Skip to content

৩রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মশগুল

বাউলা বাতাসে উড়ে মেঘ-কালো চুল
বাহারি চুলের প্রেমে ধরা মশগুল
কমলার কোয়া যেন গোলাপি ও ঠোঁট
হেসে উঠে আঁখিদ্বয় হয়ে একজোট।

 

বাঁশের বাঁশির মত সরু ওই নাক
তাই দেখে আঁখি দুটো বড় নির্বাক
টোলপড়া দুই গাল কী যে লালে লাল
প্রেমিকের মন মজে তাতে চিরকাল।

 

দুধসাদা দাঁতে তার ভারী কারুকাজ
মুক্তোর দানা ঢাকে দু'ঠোঁটের ভাজ
মাখন সদৃশ তনু লাজ রাঙা হাসি
ষোড়শীর ঠোঁটে লেগে থাকে বারোমাসি।

 

 দুটি চোখ যেন তার চঞ্চলা পাখি
চোখ ইশারাতে সে যে করে ডাকাডাকি
কাছে ডেকে পলকেই দূরে সরে যায়
মরীচিকা ভেবে মন করে হায় হায়!

 

সুদৃশ্য পাহাড়ের খাড়া দুটো চূড়
ওইখানে সুধা আছে কি যে সুমধুর
খোলে যাক হেরেমের গোপনীয় দ্বার
বৈশাখী ঝড়ে সব হোক মিসমার!

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ