Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আমার অন্ধত্ব

আমার অন্ধত্ব নিয়ে হাসি ঠাট্টা করছো
হাসি ঠাট্টা করার আগে,
তোমাদের মনের ভেতর একটুও কেঁপে উঠেনি?
তোমাদের কি, ইচ্ছে করেনি জানতে
আমার মনের কষ্ট গুলো।

অন্ধত্বের মনের ভেতর কতটা বেদনা দায়ক 
কষ্টের নদীর ঢেউ গুলো 
কেমন করে বুকের দু'পাশে এসে
অবিরত ধাক্কা দেয়,
তোমরা তা দেখেছো কি কখনো।

কেনইবা তোমরা জানতে চাইবে
তোমরা তো অন্যের দুর্বলতা নিয়ে 
সর্বদা হাসি ঠাট্টায় ব্যস্ত থাকো,
তোমাদের চক্ষু আছে বলে 
তোমরা সুন্দর পৃথিবী দেখতে পাও।

আমি অন্ধ, তাতে কি হয়েছে 
মনের চোখ তো আর অন্ধ নয়,
সৃষ্টি কর্তা আমার মনের মাঝে 
সুন্দর একটা চোখ দান করেছেন–
যে চোখ তোমাদের মনের মাঝে নেই।

আমার অন্ধত্ব অসহায় জীবনটাকে
তোমরা করুণার চোখে দেখো না 
আমি কারো করুণার পাত্র নই
যদি কারো করুণা বা দয়ার পাত্র হয়ে থাকি
একমাত্র সৃষ্টি কর্তার নিকট।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ