সড়ক পথের দুর্ঘটনা
দিনে-দিনে যাচ্ছে বেড়ে সড়ক দুর্ঘটনা,
দুর্ঘটনা নিয়ন্ত্রণে চলছে আলোচনা
আলোচনায় হচ্ছে না লাভ
সঠিক পদক্ষেপের অভাব
পদক্ষেপে অবহেলা, থাকায় গাফিলতি
পরিবহন সেক্টরে তাই ভয়াল অবনতি!
সড়ক পথে চলছে হাজার ফিটনেস হীন গাড়ি
ওভারটেক, ওভারলোডের চলছে বাড়াবাড়ি।
চালক আছে লাইসেন্স নেই
ট্রাফিক আইনে হাইসেন্স নেই
ড্রাইভিংয়ের লাইসেন্স পায় কাঁচাহাতের বালক
নেশা করে গাড়ি চালায়, অনেক গাড়ির চালক।
সড়ক পথের দুর্ঘটনা টেকল দিতে হলে
দেখতে হবে চালক কারা? কেমন গাড়ি চলে?
স্বজনহারার কান্না দেখে
বলছি আমি ছড়া লেখে
ট্রাফিক আইনে থাকে যদি স্বচ্ছ পদক্ষেপ
সড়কপথে দুর্ঘটনার থাকবে না আক্ষেপ।