প্রতিবাদ
প্রতিবাদ কি এখনো অন্ধ?
মজবুত অত্যাচারের রক্তলাগা চাবুকে
আজও কেন সত্য গোপনে ওরা অন্ধ?
হাজার হাজার মৃত কান্নাগুলো বলছে শোনো
"মুঝে ইনসাফ চাহিয়ে",
আজ মানুষের বিবেকে মানুষ কি বিবেকশূন্য?
হায় হায়, ভেজা কান্না ভাঙা চিৎকার শোনো
"মুঝে ইনসাফ চাহিয়ে,
বাবু, মুঝে ইনসাফ চাহিয়ে"!
আজও কি সেই ভেজা কান্নায় ওরা বিবেকশূন্য?
অশ্রুর পরশ পাথরে কান্না শুকিয়ে শুকিয়ে
হয়তো অকালে হয়েছে মৃত ফসিল।
দেখো কত শত সত্যের গলা টিপে
আজও সত্য গ্যালিলিও অন্ধ কারাগারে রয়েছে আবদ্ধ!
কোথায় মুক্তিযোদ্ধার সেই রণ-ঝঙ্কার প্রান্তর?
প্রতিবাদের রণাঙ্গনে কোথায় সেই বিদ্রোহ,
জাগো,ওঠো বিবেকের দরজা খোলো
ভবিষ্যৎ প্রজন্ম তোমরা প্রতিবাদে গর্জে ওঠো।
অত্যাচারের রুদ্র দাবানলে
সেলুলার জেলে তোমরা কেন অবদ্ধ,
সেদিন কি মুক্তি মিলবে তোমার?
রণাঙ্গনের উল্লাস কেতনে অকাল হয়েছে লুণ্ঠন
সত্যগুলো বোবার মতো মৃত কাটা মুণ্ডু প্রান্তর,
রণাঙ্গনের চিৎকার ভেজা কান্নায় কেন স্তব্ধ?
সেদিন কি কেউ বাঁচবে?
ওই অত্যাচারে খুবলে নেওয়া অগ্নি-দাবানলে
ভেজা কান্নার হৃদয় হয়েছে আজও পাথর।
কত ছেলে হারা মা আজও বলবে শোনো
"কুচ নেহি চাহিয়ে বাবু,
মুঝে ইনসাফ চাহিয়ে"।