তৃতীয় আতঙ্ক
একটি কুৎসিত বিকৃত সময় দোরগোড়ায় –
নিকাশ ঘরে জমে আছে তৃতীয় আতঙ্ক!
জোট মহাজোটে স্বার্থ খুঁজে গোটা বিশ্ব,
নীতিগুলো বিপর্যস্ত তিলে তিলে, ধীরে ধীরে।
উনুনে দুর্ভিক্ষের সম্ভাব্য ছায়া, প্রশ্নবিদ্ধ জীবন,
স্বেচ্ছায় অনিচ্ছায় পরিস্থিতি শিকলে পঙ্গু।
বিপর্যস্ত মানবতার চিত্র দৃশ্যমান দূর আকাশে,
গোলাবারুদের শব্দে ঘরছাড়া অসহায়ের দল।
ক্ষান্ত হও হে অধম, ধর্মশালায় যাও,
শুনে নাও শান্তির বাণী-
নইলে নিঃস্ব হবে তুমিও, ধ্বংস হবে সব,
যদি কর হানাহানি।