আমার বর্ণমালা
আমার এক এক ফোটা করে রক্ত
জলে মিশে যাওয়ার সাথে সাথে
তৈরি হচ্ছে যে বর্ণমালা।
আমার এক এক ফোটা করে রক্ত
আগুনে মিশে যাওয়ার সাথে সাথে
তৈরি হচ্ছে যে বর্ণমালা।
আমাকে মাটিতে রোপণ করে
অঙ্কুরিত হওয়ার সাথে সাথে
তৈরি হচ্ছে যে বর্ণমালা।
আমার ডানায় ভর করে
আকাশে উড়াল দেওয়ার সাথে সাথে
তৈরি হচ্ছে যে বর্ণমালা।
সেই মালা দিয়ে মাগো তোমার শায়িত সন্তানদের বুকের ওপর
আজ সাজিয়ে দিচ্ছি ফুলের থালা
কান্না এসে রুদ্ধ করে দিচ্ছে আমার গলা।
বুকফাটা যন্ত্রণা নিয়ে নীরবে গুনগুন করে তবু গাইতে হবে গান
সমবেত প্রার্থনার সুরে সরবে তবু গাইতে হবে গান
আমার ভাইদের আত্মাহুতি-আত্মবলিদান
গোটা পৃথিবীর বুকে আজ যে মহান।