Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক জীবন কবিতা 

তোমাকে বলিনি কোনোদিন 
আমার যন্ত্রনা কষ্টের ব্যথাগুলি।

তোমাকে বলিনি কোনোদিন 
কেননা তুমি স্বাধীন 
তুমি মুক্ত।

আমার দুঃখের সাথে 
কেনো করবো তোমাকে যুক্ত 
তুমি উড়ে বেড়াও নীল আকাশে 
আমার আলো নিভে যাওয়া দিনগুলি।

 
বড়ো ফ্যাকাশে তবু 
আলো জ্বেলে রেখেছি 
দহন তাপের আলো 
সহন তাপের আলো 
যদি লাগে আমাকে ভালো 
ফিরে এসো।

ফিরে এসো দ্বারে 
হৃদয়ের সিংহ দুয়ারে 
তোমাকে ফেরাবো না,
কোনোদিন তোমাকে কষ্টের কথা 
বলবো না।

 

কোনোদিন তোমাকে শুধু ভালোবেসে যাওয়ার
কথা বলবো 
তোমাকে শুধু ভালোবেসে 
আলো জ্বেলে রাখার, কথা বলবো।

সব আলো যদি নিভে যায় 
আমি কি ভালো, থাকবো না থাকবো 
সব পথ যদি মুছে যায় 
আমি কি ঘুচে যাবো?

যাবো না 
সব আশা যদি ফুরিয়ে যায় 
আমি কি ভালোবাসবো না বাসবো।

আমি ভালোবাসবো 
আমি হাসবো 
আমি কাঁদবো 
আমি বাঁচবো 
একশো বার বাঁচবো 
হাজার লক্ষ কোটিবার বাঁচবো
কেনোনা বাঁচাটা আমার হাতে 
মৃত্যুটা আমার হাতে নেই।

সব মৃত্যু যদি কাছে ঘিরে ঘিরে আসে
এসে দাঁড়ায় 
আমি কি মরবো না মরবো?

তবেই যে পূনরায় বেঁচে উঠবো 
তবেই যে ভালোবাসার, আশার পরীক্ষায় 
আলোর পরীক্ষায় উত্তীর্ণ হতে শিখবো।

তোমাকে অন্ধকারের কথা বলবো না কোনোদিন
নিজের ভেতর অন্ধকারে ডুবে ডুবে 
তোমাকে শুধু আলোর কথা বলবো।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ