ডুবলো বুঝি বেলা
ডুবলো বুঝি জীবন বেলা
নির্বাক চেয়ে থাকি,
নিঃস্ব আজি সংসার মাঝে
সুখ দিলো যে ফাঁকি।
অতীত স্মৃতি মনে পড়ে
ছিলাম কতো যশে,
সামনে-পিছে জয়ের দাপট
ছিলো সবে বশে।
যৌবন ভাটায় পড়ে দেখি
হারালাম সব শক্তি,
আপন ধরলো পরের ছুরত
দেয় না এখন ভক্তি।
যাদের মুখে ছিলাম আমি
গুণে মানে ভরা,
ব্যস্ত তারা নতুন নামে
মোর কপালে খরা।
আসলে ভবে যাইতে হবে
বিধির কথা ভাবি,
কর্মের মাঝে জিন্দা রেখো
এইটুকু মোর দাবি।