Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যস্ততা এক রাক্ষসের নাম

সেই কবে বাতাসকে ছাড়িয়ে গেছে বুলেট ট্রেন
শব্দকে ছাপিয়ে গেছে রকেট ও নভোযান,
আমরা মাটিকে নিঃসঙ্গ করে ঘুরতে যাচ্ছি মঙ্গল ও চাঁদে
আমরা মাটিকে নিঃসঙ্গ করে ডুবে আছি অতল জলে
অলীক কল্পনাকে হাতুড়ি পিটিয়ে করেছি বাস্তব
আমরা রূপকথাকে করেছি সবাক চলচ্চিত্র। 

 

আমাদের ইচ্ছেগুলোকে পকেটে পুরে রাখতে শিখে গেছি 
আমরা শাঁই শাঁই করে কেবলই ছুটছি ক্রমিক সাফল্য পেছনে
আমরা খাই খাই করে কেবলই পকেটজাত করছি সুখ
প্রিয়জনকে কিছু দিতে গেলেই আমাদের যতো কার্পণ্য
ব্যস্ততার দোহাই; সময়ের বড্ড অভাব!

 

আত্মকেন্দ্রিক বৈভবের নিচে চাপা পড়ছে মায়ার সম্পর্ক।
ব্যস্ততা নামক এক রাক্ষস গিলে খাচ্ছে আমাদেরকে 
আমরা নিজের কাছ থেকে ভীষণরকম একা হয়ে যাচ্ছি 
আমরা ছেড়ে ছুঁড়ে যাচ্ছি আমাদের নাড়ি পোঁতা মাটিকে
আমরা ছিঁড়েখুঁড়ে যাচ্ছি গ্রন্থিত মায়ার বন্ধনের শিকড়কে
জলশূন্যতায় একদিন প্রকাণ্ড বৃক্ষও মরে যায়।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ