Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশটি আমার

ইতিহাসের পাতায় পাতায়
বাংলা মায়ের বুকের খাতায়
রক্ত দিয়ে লেখা
মন ক্যানভাসে আঁকা
লাল সবুজের দেশটি আমার।

 

ফেব্রুয়ারীর একুশ এলে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
মনে পড়ে তাদের
বুকের রক্তে যাদের
প্রাণ খুলে আজ বলি কথা।

 

মার্চ মাস এলে মনে পড়ে
বাংলা মায়ের রক্ত ঝরে
ঝরে ঝরে সাগর
রক্তে আঁকা সেই ভোর
মনে হলে রক্ত দোলে।

 

ডিসেম্বর মাস বাংলায় এলে
স্বাধীনতার সুরটা তুলে
দোয়েল কোকিল গায় গান
নেচে উঠে সব প্রাণ
মুক্ত বাতাস বিজয় গানে।

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ