Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হে নিকষিত প্রেম

নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশের পর হে প্রেম
হে চিরন্তন প্রেম
তুমি কি নিকষিত হেম হয়ে ছিলে?

সুগন্ধি-চন্দন পদ্ম-পুষ্পে শোভিত অঞ্জলি
ছদ্মবেশে করাল খড়্গে, রক্ত এলো কি করে?

বাসরে ছিদ্র দিয়ে যেমন ঢুকে পড়ে সাপ
মধুচন্দ্রিমার অস্তরাগে লেগে থাকে ছোবলের অভিশাপ
তোমার ভক্তি তোমার শক্তি লুফে নিয়ে যায় প্রচলিত লুম্ফেন।

নাস্তিকের গাম্ভীর্য বশে বলতেই পারি অপাত্রে মুক্ত ছড়ালে
তাতে কী মিলে যায় তোমার সংজ্ঞা, কে ছিল মুনিব
আর কে ছিল ক্ষমতার ক্রীতদাসদাসী।

মায়ার ছলনে ভুলি, হে প্রেম, হে নিকষিত প্রেম
তোমায় যে বারেবারে মনে পড়ে?

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ