মাঘের শীতে বাঘ কাঁপে
বাঘের সাথে দেখা হলে
বললো কেঁপে কেঁপে
কতটুকু শীত পড়েছে
দেখনা ভাই মেপে।
পৌষের শীতে মোষ কেঁপেছে
আমি ছিলাম বেশ
মাঘের শীতের ঠাণ্ডায় আমি
হলাম যেন শেষ!
আর কতদিন আছে বাকি
যাবে শীতের কাল
শীত তাড়াতে আর কতদিন
খেতে হবে ঝাল।
হেসে বলি আর ক'টাদিন
মাঘের বাকি ভাই
মাঘ গেলেই শীত চলে যায়
ভয়ের কিছু নাই।