আমি নিভৃতচারী
আমি নির্বিবাদী এক যে নিভৃতচারী
ধুলোমাখা সময়ের ধূসর গোধূলি
পাথরের চাপা পড়া সাদা ঘাসগুলি
ভোর দুপুরের তাঁরা -করি লুকোচুরি।
আমি জীবন স্থাপত্যে অদ্ভুত নকশা
অভিপ্রায়মালা ছাঁটা আলোকছটা
সমুদ্রের কোলে ভাসা কাশফুল চর
আমি ধূসর পেঁচার মত নিশাচর।
আমি জোছনা আলোর যে অদৃশ্য ছায়া
আমি অভ্যাসে গড়ানো দগ্ধ পোড়া মায়া
মমতার ফুসফুসে দীর্ঘশ্বাসে ভরা
সমুদ্রের নীল হয়ে- তবু ছুটে চলা
নোনতা জলে তবুও প্রাণ আনাগোনা
নিভৃতচারী আমিটা খুব ভুলে ভরা।