Skip to content

৬ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | সোমবার | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নায়ক

এলগিন রোডের বাড়ি ছেড়ে, ছদ্মবেশে 
পালিয়ে যাচ্ছে নায়ক, চারপাশে, সজাগ পাহারা 
কাকপক্ষীও টের পাচ্ছে না।

 

পলকা, তাসের দেশ ভেঙ্গে, মাভৈ মাভৈ মাভৈ 
নতুন বারতা, নতুন দিনের ডাক, নবজীবনের অগ্রদূত 
পথের দাবীতে, মাতৃমন্ত্রে দীক্ষিত, বাস্তবের সব্যসাচী।  

 

চলে যাচ্ছে নায়ক, স্বপ্নের বুকে শান দিয়ে 
দেশমাতৃকাকে, শৃঙ্খল মুক্ত, করতে উদ্ধার  
বার বার, কারারুদ্ধ, শৃঙ্খল করেছে বরণ।  

 

জরা-বার্ধক্য -ক্লান্তি কখনো, গ্রাস করতে পারেনি যাকে  
স্বপ্নের-কাণ্ডারি , অদম্য জেদ, হারেনি যার
দুর্বার, দুর্নিবার, নেতাজি সূর্যের আঁচে রাঙা, খাঁটি ইস্পাত। 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ