ভুলে যাচ্ছি
প্রিয় শহরটাকে ভুলে যাচ্ছি
ভুলে যাচ্ছি শহরের অলিগলি
কুয়াশা আচ্ছন্ন এই শহরে
রঙবেরঙের মানুষের ভিড়ে।
প্রিয় শহরটা বড্ড অচেনা লাগছে
ভুলে যাচ্ছি স্কুলের দেয়ালের পাশে কৃঞ্চচূড়া গাছের ফুলটা কে
ভুলে যাচ্ছি স্যার ম্যাডামের কড়া শাসন কে
ভুলে যাচ্ছি রোজ বন্ধুদের আড্ডা কে।
বারবার চেইন পড়া সেই নীল সাইকেল
ভুলে যাচ্ছি ছুটির ঘণ্টার হুইসেল।
ভুলে যাচ্ছি আদর জড়ানো শাল
ভুলে যাচ্ছি সেই শীত রাঙানো সকাল
ভুলে যাচ্ছি টিফিনের ঝালমুড়িতে মায়া জড়ানো স্বাদ।
ভুলে যাচ্ছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি
নিজের ব্যস্ততার জীবন
ভুলে যাচ্ছি রোজ এসেম্বলিতে দাঁড়ানো সে লম্বা লাইন
ভুলে যাচ্ছি সন্ধ্যায় বাড়ি ফিরবার আইন।