Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচরণ

এই মন কার আশে থাকে নিশিদিন
অগোচরে মনটাই হয়েছে বিলীন
আনমনে ভাবে তাকে খেয়ালী এ প্রাণ
তারে ভেবে সাজিয়েছে মনের বাগান।

 

সকল কাজেই ভুল হয় প্রতি রোজ
নিজেকে নিজেই ভুলে রাখে তার খোঁজ
মনটাকে বশে আনা হয়ে গেছে দায়
বারে বারে ডাকে কে যে মায়া মমতায়।

 

জানি না তো এই মন গায় কার গান
কার প্রতি এ মনের এত বেশি টান
সারাদিন ভাবনাতে করে বিচরণ
কোন কাজ হয় না তো মনের মতন।

 

কিছুই লাগে না ভালো কি যে করি ছাই
রাতদিন করে মন তার ভাবনাই
তারে ভেবে এই মন করে আনচান
তাকে ছাড়া এ জীবন মৃতের সমান।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ